• ঢাকা
  • সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ ইং
সালথা-নগরকান্দায় পিপিই দিলেন সংসদ উপনেতা সাজেদা চৌধুরী

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: করোনাভাইরাস মোকাবেলায় ফরিদপুরের সালথা-নগরকান্দা উপজেলা প্রশাসন, পুলিশ, চিকিৎসক ও নার্সদের সুরক্ষার জন্য পিপিই এবং হ্যান্ডগ্লোভস পৌঁছে দিলেন জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী।আরও পড়ুন ঃ চারটি বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সোমবার সকালে উপজেলা প্রশাসন, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র ও থানা পুলিশের হাতে ২শ’ পিস পিপিই ও ৫ বক্স হ্যান্ডগ্লোভস হস্তান্তর করেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম ইফতেখার আজাদ, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ। এর আগে সালথা-নগরকান্দা উপজেলার কর্মহীন অসহায় ২শ’ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বাংলাদেশে এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম- ডাঃ খান আবুল কালাম
এসময় সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন বলেন, করোনা মোকাবেলায় সালথা-নগরকান্দায় যেসকল প্রশাসন, স্বাস্থ্য কর্মকর্তা-নার্স ও পুলিশ বাহিনীর সদস্যরা দিনরাত কাজ করছেন তাদের সুরক্ষার জন্য মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি এবং শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষ থেকে পিপিই ও হ্যান্ডগ্লোবস দেওয়া হয়েছে। এসময় তিনি করোনাভাইরাস মোকাবেলায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।