চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ-
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা অডিটোরিয়ামে সোমবার সকাল ১১টায় ‘সর্বজনীন পেনশন স্কিম’ এর উদ্ধুদ্ধকরন বিষয়ক এক কর্মশালা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এ কর্মশালার আয়োজন করেন। এ কর্মশালার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফয়সল বিন করিম। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শাহনাজ পারভীন বীথি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। কর্মশালায় ভিডিও লেসন উপস্থাপন করেন উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ তোফাজ্জেল হোসেন।
এ কর্মশালায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান জাহাঙ্গীর, ইউপি চেয়ারম্যান আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী প্রমূখ। এছাড়া উপজেলার বিভিন্ন ব্যাংক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষকবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আলেম উলামাবৃন্দ, ব্যাবসায়ী, কৃষক ও শ্রমিক সহ সর্ব পেশাজীবীরা কর্মশালায় অংশ নেন। কর্মশালা শেষে ইউনিয়ন ভিত্তিক বুথ তৈরী করে দিনভর পেনশন স্কিমের স্পট রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা হয়।
#
মোঃ মেজবাহ উদ্দিন
চরভদ্রাসন, ফরিদপুর
তাং-২৯/০৪/২০২৪ খ্রিঃ
০১৭২৪-২৫১৫৮৮