• ঢাকা
  • সোমবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা ডিসেম্বর, ২০২৪ ইং
দিনাজপুর ফুলবাড়ীর এনামুল প্রথম করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় করোনাভাইরাস আক্রান্তের পর প্রথমবারের মত এনামুল হক (৩১) নামের এক ব্যক্তির ১৬ দিন পর দুই দফায় করোনা পরীক্ষা ফলাফল নেগেটিভ এসেছে। বর্তমানে দিনাজপুর জেলায় ১৬ জন করোনা রোগীর মধ্যে তিনিই প্রথম করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন বলে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন।গত ১৪ এপ্রিল করোনা সনাক্ত হয় ফুলবাড়ী উপজেলার দৌলতপুর ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে এনামুল হকের। প্রশাসন ও চিকিৎকদের নিবির পর্যবেক্ষণে আইসোলেশনে থাকার পর গত ২৫ এপ্রিল পূণরায় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। প্রথম দফার পরীক্ষার ফলাফল আসে ২৭ এপ্রিল। প্রথম দফায় এনামুল হকের করোনার ফলাফল নেগেটিভ আসে। পরে আবারও ২৭ এপ্রিল নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর হলে গতকাল বুধবার রাতে দ্বিতীয়বারের মত নেগেটিভ ফলাফল আসে এনামুল হকের। তবে দুই দফায় নেগেটিভ ফলাফল আসলেও আরো ৭দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা। করোনা যোদ্ধা এনামুল হক বলেন, ‘এই ১৬ দিন দিনাজপুর জেলা প্রশাসক মাহমুদুল আলম, উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসকগণ নিয়মিত আমারে খোঁজ খবর রাখেন। জেলা প্রশাসক স্যার প্রতিদিন আমাকে ফোন করে আমার খোঁজখবর নিতেন। নিয়মিত চিকিৎসা পরামর্শ ও খাদ্য সরবরাহ করেছেন।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাসানুল হোসেন বলেন, ‘ফুলবাড়ীতে ৩৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছিল। তারমধ্যে ৩৩ জনের নেগেটিভ ফলাফল এসেছে। এনামুল হক করোনায় আক্রান্ত হলেও বর্তমানে দুই দফায় নেগেটিভ ফলাফল এসেছে। আমরা আরো ৭দিন আইসোলেশনে রাখছি নিবির পর্যবেক্ষণে। ৭দিন পর আরো একটি পরীক্ষা করে তাকে মুক্ত করে দিব।’ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম বলেন, ‘আমরা দুই দফায় এনামুল হকের নমুনা পরীক্ষা করে নেগেটিভ ফলাফল পেয়েছি। চিকিৎসকের পরামর্শে আমরা আরো ৭দিন তাকে আইসোলেশনে রাখছি। আরেকটা পরীক্ষা করার পর আমরা তাকে অফিসিয়ালি করোনামুক্ত ঘোষণা করব।’
এ বিষয়ে দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘জেলায় যে ক’জন করোনা রোগী সনাক্ত হয়েছে তাদের প্রত্যেককে নিয়মিত ফোন করে খোঁজ খবর নিচ্ছি। তাদের খাবার ও স্বাস্থ্য পরামর্শ দেয়া হচ্ছে। বিশেষ করে তারা যেনো কোনভাবেই মনোবল না হারায় সেদিকটাই আমরা দেখছি। বর্তমানে দিনাজপুরের করোনা সনাক্ত ব্যক্তিরা সবাই তাদের শক্ত মনোবলে সুস্থ আছেন। আশা রাখি সবাই সুস্থ হয়ে করোনা যোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন।’

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।