বোয়ালমারীতে ঢাকা ফেরত একজন করোনায় আক্রান্ত।
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের পুতন্তীপাড়া গ্রামে ভ্যানচালক মোফাজ্জেল শেখের ছেলে রুমান শেখ (২০) করোনায় আক্রান্ত হয়েছেন।বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খালেদুর রহমান বলেন করোনায় আক্রান্ত রুমান গত ২২-৪-২০২০ তারিখে ঢাকা কামরঙ্গীচর থেকে বাড়ী আসছে, সে বাড়ীতে কোয়ারেন্টাইনে ছিলো, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্বাবধানে চিকিৎসাধিন ছিলো, গত ২৯-৪-২০২০ রুমানের পরিবারের ৭ জনের স্যাম্পল নেওয়া হয়, আজ ১ জনের পজেটিভ, ও ৫ জনের নেগেটিভ আসছে। পরিবারের অন্য ১ জনের পরীক্ষা পুনরায় করতে বলা হয়েছে।রুমান করোনায় আক্রান্ত হওয়ায় উপজেলা প্রশাসন থেকে রুমানের বাড়ী লকডাউন করা হয়েছে।