ফরিদপুর- ২আসন বাসিকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাবেক এমপি- জুয়েল চৌধুরী!
ফরিদপুর- ২আসন সালথা – নগরকান্দা কৃষ্ণপুর বাসিকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন, ফরিদপুর- ২আসনের সাবেক সংসদ ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল।
সাবেক এমপি জুয়েল চৌধুরী এ প্রতিনিধিকে প্রতিনিধিকে বলেন, সালথা-নগরকান্দার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে। কাজের ব্যাস্ততায় যদিও সবসময় সবার সাথে যোগাযোগ করা হয়ে ওঠেনা তারপরও এলাকার মানুষের জন্য সবসময়ই আমার মনটা ব্যাকুল হয়ে থাকে। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর- ২আসনের সর্ব স্তরের জনগনকে জানাই ঈদের শুভেচ্ছা । ধর্ম যার যার উৎসব সবার। ঈদ বয়ে আনুক সকলের জীবন আনন্দ।