চরাঞ্চলে ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাস্ক বিতরণ
ফরিদপুরের চরাঞ্চলে করোনা ভাইরাস প্রতিরোধে গ্রামীণ মানুষের মাঝে আট হাজার মাস্ক ও সাবান বিতরণ করেছে ফরিদপুর ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সকাল ১০টায় ফরিদপুর সদর উপজেলার ডিক্রীচর ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকায় সংগঠনটির উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আ.লীগের সভাপতি ফজলুর রহমান ফজলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের সহ-সভাপতি ও আয়োজক সংগঠনের সভাপতি, শিল্পপতি শামীম হক।
এছাড়া বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আ.লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অ্যাডঃ শামসুল হক ভোলা মাস্টার। স্থানীয় প্রবীন আ.লীগ নেতা হাবিবুর রহমান ফকির, ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক হায়দার আলীখানসহ বিভিন্ন নেতৃবৃন্দ।