• ঢাকা
  • বুধবার, ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ ইং
ঈদ-উল-আযহা উপলক্ষে দুস্থ ও এতিম শিশুদের মাঝে পশু বিতরণ

খুলনা, ১৬ শ্রাবণ  (৩১ জুলাই):

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে জেলা প্রশাসন খুলনার ‘বেসরকারি মানবিক সহায়তা সেল’ এর উদ্যোগে আজ (শুক্রবার) সকালে খুলনা সার্কিট হাউজে বিভিন্ন এতিমখানার অসহায়, দুস্থ ও এতিম শিশুদের মাঝে গরু, ছাগল ও ম্যাংগো জুস বিতরণ করা হয়। খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার এতে প্রধান অতিথি ছিলেন।

সরকারি শিশু পরিবার (বালক), সরকারি শিশু পরিবার (বালিকা), শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্র (বালক), শেখ রাসেল শিশু পুনর্বাসন কেন্দ্র (বালিকা), ছোট সোনামনি নিবাস ও পিএইচটি এতিম শিশুদের হাতে চারটি গরু ও একটি ছাগল তুলে দেওয়া হয়।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মাঈনউদ্দিন হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোছা: শাহনাজ পারভীন, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মোঃ মাহবুব আলম সোহাগ, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোঃ মোতাহার হোসেন প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।