সবাই যখন ঘুমের প্রস্তুতি নিতে ব্যস্ত তখন প্রতিক্ষণ-ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার উদ্যোগে ইদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবীরা।
আজ শুক্রবার (৩১ জুলাই) রাতে বাগেরহাট জেলার স্বেচ্ছাসেবীরা কেন্দ্রীয় সভাপতি আল সাজিদুল ইসলাম দুলাল এবং সাংগঠনিক সম্পাদক সাব্বির তরফদার জুম অ্যাপের মাধ্যমে উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।
ইদ সামগ্রীর মধ্যে সেমাই,চিনি,বাদাম,কিসমিস, দুধ সহ বিভিন্ন উপহার বিতরণ করেন।
জানা যায়,এ সংগঠনটি ত্রাণ বিতরণ,বৃক্ষরোপন,শীতবস্ত্র বিতরণ সহ বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজ করে থাকে।
এ সময় উপস্থিত ছিলেন সভাপতি শেখ মো:কুতুব উদ্দিন,সাধারণ সম্পাদক ফাহিম শাহরিয়ার, সহ-সভাপতি আবু তাহের ফয়সাল,সাংগাঠনিক সম্পাদক মোজাহিদ মল্লিক,সহ-সাংগঠনিক সম্পাদক আলামিন শেখ,
অর্থ বিষয়ক সম্পাদক মোজাম্মেল মল্লিক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাকারিয়া হোসেন রুবেল,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কৌশিক মাহমুদ।