• ঢাকা
  • রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং
নগরকান্দায় জন্মনিবন্ধনে অতিরিক্ত অর্থ আদায়

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দায় জন্মনিবন্ধনের ফি আদায়ের নামে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সচিব জনি অধিকারীর বিরুদ্ধে এ অভিযোগ করেন ভুক্তভোগীরা।

জানা গেছে, জন্ম থেকে ৪৫ দিন বয়সের শিশুর জন্মনিবন্ধন বিনামূল্যে এবং এর পর থেকে বয়স্কদের জন্য নিবন্ধন ফি জনপ্রতি ৫০ টাকা নির্ধারন করেছে সরকার। কিন্তু ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সচিব জনি অধিকারী জন্মনিবন্ধন ফির নামে জনপ্রতি আদায় করছেন ৪৫০ টাকা করে।

ডাঙ্গী ইউনিয়নের চৌসারা গ্রামের হামিদুল্লা মাতুব্বরের ছেলে আদেল মাতুব্বর বলেন, আমার মেয়ে জান্নাতুল ফেরদৌসের (১৯) জন্মনিবন্ধন করাতে ডাঙ্গী ইউনিয়নের সচিবের কাছে গিয়েছিলাম। তিনি নিবন্ধন ফি হিসেবে আমার থেকে ৪৫০ টাকা নিয়েছে। আমি ছাড়াও, অনেকের থেকেই অতিরিক্ত অর্থ আদায় করছেন সচিব।

অভিযোগের সত্যতা স্বীকার করে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের সচিব জনি অধিকারী বলেন, আমিতো কমই নিচ্ছি, অধিকাংশ ইউনিয়নে আমার থেকেও অনেক বেশি টাকা নিচ্ছে।

এ ব্যাপারে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, সরকারের নির্ধারিত ফির থেকে বেশি আদায় করতে নিষেধ করেছি।

শফিকুল খান জনি
১ ফেব্রুয়ারি ২০২২।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।