তিন হাজার হাজতিকে মুক্তি দিতে মন্ত্রণালয়ে প্রস্তাব
করোনার ঝুঁকি এড়াতে ৩ হাজারেরও বেশি হাজতিকে সাময়িক মুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছে কারা কর্তৃপক্ষ। এই সংক্রান্ত একটি তালিকা সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এই প্রসঙ্গে কারা অতিরিক্ত মহাপরিদর্শক মো. আবরার হোসেন বুধবার (১ এপ্রিল) দুপুরে রাইজিংবিডিকে বলেন, ‘করোনার প্রাদুর্ভাবের কারণে এই প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয় সিদ্ধান্ত দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। চলতি সপ্তাহে এ প্রস্তাব দেওয়া হয়েছে।’
কারা সূত্র বলছে, দেশের বিভিন্ন কারাগারের জায়গা-স্বল্পতার কারণে অনেক বন্দিকে কষ্ট করে থাকতে হচ্ছে। বিশেষ করে, এই সময় যেন তাদের সুবিধাজনক স্থানে রাখা যায়, সেজন্যই এ পরিকল্পনা করা হয়। কেবল যাদের মামলা এখনো বিচারাধীন, জামিনযোগ্য ছোটখাটো অপরাধে যারা কারাগারে রয়েছেন, এরকম তিন হাজারের বেশি হাজতির নাম প্রস্তাব আকারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।