• ঢাকা
  • রবিবার, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ ইং
বোয়ালমারীতে কৃষকদের ধান কেনার জন্য উন্মুক্ত লটারি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্যগুদামের জন্য বোরো ধান কেনার জন্য উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ লটারি অনুষ্ঠিত হয়। চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৫৭০ জন কার্ডধারী কৃষকের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ১৬৫৭ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার।

লটারির মাধ্যমে নির্বাচিত প্রত্যেক কৃষক সর্বোচ্চ তিন টন  ও সর্বনিম্ন ১২০ কেজি করে ধান বিক্রি করতে পারবেন। এজন্য উপজেলা প্রশাসন ওয়ার্ডভিত্তিক বোরো চাষিদের তালিকা সংগ্রহ করে।

এ সময় উপস্হিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, উপজেলা ভাইস চেয়ারম্যান রেখা পারভীন, খাদ্য কর্মকর্তা রেজাউল হক, খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান, কৃষক প্রতিনিধি মো. মোশাররফ হোসেন চৌধুরীসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, ‘প্রকৃত কৃষক যেন সরকারি গুদামে ধান বিক্রি করতে পারেন, সেজন্য সব ব্যবস্হা গ্রহণ করেছে প্রশাসন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।