আলফাডাঙ্গায় কৃষকদের কাছ থেকে ধান কেনার জন্য উন্মুক্ত লটারি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সরাসরি কৃষকদের কাছ থেকে খাদ্যগুদামের জন্য বোরো ধান কেনার লক্ষ্যে উন্মুক্ত লটারি অনুষ্ঠিত হয়েছে। ১ জুন সোমবার দুপুরে খাদ্য গুদাম চত্বরে এ লটারি অনুষ্ঠিত হয়।
চলতি মওসুমে ১টি পৌরসভা ও উপজেলার ৬টি ইউনিয়নের ৮০০ জন কৃষি কার্ডধারী কৃষকের মধ্যে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ৫৭২ মেট্রিন টন ধান ক্রয় করবে সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুর রহমান,পৌর মেয়র সাইফুর রহমান, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান লায়লা পারভীন ও শেখ দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রিপন প্রসাদ সাহা, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা একরাম খান,প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন,সাধারণ সম্পাদক আলমগীর কবির,ক্যাবের সভাপতি কবীর হোসেন,সহসভাপতি ইকবাল হোসেন প্রমুখ।