মাহবুব পিয়াল,ফরিদপুর : জাতীয় যুব দিবস উপলক্ষে ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে ও উৎসর্গ পরিবারের সার্বিক সহযোগিতায় মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী জনসচেনতামূলক সেমিনার মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে আলিয়াবাদ ইউনিয়নের খুশির বাজার সংলগ্ন উৎসর্গ পরিবার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিচালক খান মো নাঈম।ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার সভাপতি নাজমুল হাসান ফাহিম এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন আলিয়াবাদ ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বারপলি বেগম , গদাধর ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের সহকারী শিক্ষক মো: রুবেল হোসেন,যুব সংগঠক সেনিয়া সুলতানা,উৎসর্গ পরিবারের চুন্নু বিশ্বাসসহ অন্যান্যরা।সেমিনারটি সঞ্চালনা করেন ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, ফরিদপুর শাখার সাধারন সম্পাদক কাজী জেবা তাহসিন ।
সেমিনারে ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন, ফরিদপুর শাখা, উৎসর্গ পরিবার এর সদস্যগণ সহ অর্ধ শতাধিক যুব নারী পুরুষ উপস্থিত ছিলেন।