অর্থো কিডস এন্ড ট্রমা সেন্টারের পরিচালক ডাঃ নয়ন ময় ত্রিপুরার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
অর্থো কিডস এন্ড ট্রমা সেন্টারের পরিচালক ডাঃ নয়ন ময় ত্রিপুরার উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ১লা জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় খাগড়াছড়ি জেলার মঙ্গলচান পাড়া,উত্তর ভূয়াছড়ি, দক্ষিণ ভূয়াছড়ি এলকা গুলোতে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণ কালে ডাঃ নয়ন ময় ত্রিপুরা বলেন, যতদিন বেঁচে আছি ততদিন মানব সেবাতে নিয়োজিত থাকতে চাই, প্রত্যেকের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। অসহায় মানুষের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ও পাশে দাঁড়ানোর জন্যই এ অর্থো কিডস এন্ড ট্রমা সেন্টারের জন্ম। আমরা চাই খাগড়াছড়ির সকল মানুষ যেনো এ সেবা পেয়ে থাকে এই কামনা করছি।