• ঢাকা
  • শনিবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
রাশিয়ায় এখন রেকর্ড হারে বাড়ছে আক্রান্তের সংখ্যা

নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে আছে’ কিছুদিন আগেও এমন দাবি করা রাশিয়ায় এখন প্রায় প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে নতুন আক্রান্তের সংখ্যা। দেশটির সরকারি তথ্যই বলছে, সর্বশেষ তাদের দেশে ৭ হাজার ৯৩৩ জন আক্রান্ত হয়েছেন।

রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস সেন্টার জানিয়েছে, তাদের দেশে এখন মোট আক্রান্ত ১ লাখ ১৪ হাজার ৪৩১ জন। সারা দেশে মারা গেছেন মোট ১ হাজার ১৬৯ জন।

এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৯৬ জনের।
আক্রান্তদের মধ্যে নাম আছে রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনেরও।

গত জানুয়ারিতে দিমিত্রি মেদভেদেভকে সরিয়ে মিখাইল মিশুস্তিনকে প্রধানমন্ত্রী নিয়োগ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাজ চালিয়ে যাওয়ার মধ্যে বৃহস্পতিবার তিনি নিজের সংক্রমিত হওয়ার কথা নিশ্চিত হন। পরে সন্ধ্যায় ভিডিও কনফারেন্সে প্রেসিডেন্টকে জানান, ‘কিছুক্ষণ আগেই জানা গেছে করোনাভাইরাসের জন্য আমি যে পরীক্ষা করতে দিয়েছিলাম তা পজিটিভ। ’

রাশিয়ার ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকেও সতর্ক বার্তা এসেছে। সংস্থাটি জানিয়েছে, করোনার নতুন উপকেন্দ্র অঞ্চলটিকে ঘিরে গড়ে উঠতে পারে। সংক্রমণের ঊর্ধ্বমুখী লেখচিত্রও সে কথা বলছে।

রাশিয়ার করোনাভাইরাস ক্রাইসিস সেন্টার বলছে, গত মঙ্গলবার থেকে সংক্রমণ বাড়তে শুরু করে।

ওই দিন দেশটিতে নতুন আক্রান্ত হন ৬ হাজার ৪১১ জন এবং মৃত্যু হয় ৭৩ জনের।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।