ফরিদপুরের মধুখালীতে সড়ক দূর্ঘটনায় মোঃ আনিছ (৪৮) নামের এক ব্যাক্তি মারা গেছেন। আনিছের বাড়ী মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায়। গতকাল শনিবার (০১ আগস্ট) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মরিচ বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ইনচার্জ পরিদর্শক মোঃ শাহ জালাল আলম জানান, আনিছ ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেলযোগে তার বাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয়ে ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার মরিচ বাজার সংলগ্ন এলাকায় পৌঁছা মাত্রই বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত পরিবহন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই আনিছ মারা যান।
তিনি আরো জানান, ব্যবসায়ীক কাজে আটকে যাওয়ায় আনিছ ঈদের দিন সকালে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বাড়িতে গিয়ে তার ঈদ করার কথা ছিল। আনিছের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় রাখা হয়েছে, পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।