সিংপাড়া ধর্মীয় অনুষ্ঠান শেষ হচ্ছে আগামীকাল
ফরিদপুর জেলা প্রতিনিধি
গোয়ালচামট এর সিংপাড়ায় ধর্মীয় অনুষ্ঠান আগামীকাল শুক্রবার শেষ হচ্ছে।
২৪ তম বার্ষিক উৎসব উপলক্ষে ৪০ প্রহর ব্যাপী অষ্টকালীন নাম সংকীর্তন এখানে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভিন্ন স্থানের ভক্তবৃন্দ এখানে উপস্থিত হন তারা ধর্মীয় অনুষ্ঠান উপভোগ করেন।
ধর্মীয় অনুষ্ঠান গুলির মধ্যে ছিল অষ্টকালীন লীলা কীর্তন, মহানাম সংকীর্তন, কুঞ্জ ভঙ্গ, মহাপ্রভুর ভোগ রোগ, মহাপ্রসাদ বিতরণ নগর সংকীর্তন ইত্যাদি।
অনুষ্ঠানের শেষ দিন অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করেন বগুড়ার শ্রীমতি পুষ্প রানী দাস, উত্তম সাহা ও তৃষ্ণা দেবনাথ। এছাড়া নাম যজ্ঞ অনুষ্ঠানে ফরিদপুরসহ বেশ কয়েকটি জেলার কীর্তনীয়া সম্প্রদায় অংশগ্রহণ করে।
উল্লেখযোগ্য সংখ্যক ভক্তবৃন্দ এই মহতি অনুষ্ঠান উপভোগ করে।