চরভদ্রাসনে হত্যাচেষ্টা মামলায় যুবদল নেতা দীপু খান আটক
চরভদ্রাসন(ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিতঃ 4 বছর আগে
339 বার দেখা হয়েছে
০
ছবি-ওবায়দুল বারী দিপু খান
ফরিদপুরের চরভদ্রাসনে হত্যাচেষ্টা মামলায় উপজেলা যুবদল নেতা ওবায়দুল বারী দিপু খানকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (১ নভেম্বর) রাতে চরভদ্রাসন থানা পুলিশ সদর বাজার থেকে তাকে আটক করে।
আটক যুবদল নেতা ওবায়দুল বারী দিপু খান উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মৃত- বারী খানের ছেলে।
এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন পূর্বে উপজেলার হরিরামপুর ইউনিয়নের চরসালেপুর এলাকার মৃত শেখ আবদুল খালেকের ছেলে শেখ আসাদ নামে একজনকে হত্যাচেষ্টার অভিযোগে দিপু খানকে প্রধান করে ১৪ জনের নাম উল্লেখ করে আসাদের মা আসমা বেগম বাদি হয়ে চরভদ্রাসন থানায় একটি হত্যাচেষ্টার মামলা দায়ের করেন।
মামলার পর এজাহারভুক্ত উক্ত হত্যাচেষ্টার মামলার প্রধান আসামী দিপু খানকে থানা পুলিশ রবিবার রাতে অভিযান চালিয়ে সদর বাজার থেকে আটক করার পর আজ সোমবার তাকে ফরিদপুর কোর্টে প্রেরন করেন।
চরভদ্রাসন থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা (ওসি) নাজনিন খানম যুবদল নেতা ওবায়দুল বারী দিপু খানের আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
এছাড়াও অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।