• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে‘ – আব্দুর রহমান

বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের মধুখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে মধুখালী ৫০০ আসন বিশিষ্ট মাল্টিপারপাস হলরুমে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু সুভাষ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের দুইবারের সাবেক সাংসদ আব্দুর রহমান। বক্তব্যকালে আব্দুর রহমান বলেন, শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এখন উন্নয়নের মহাসড়কে পৌঁছে গেছে। আওয়ামী লীগের আমলেই দেশে বেশি উন্নয়ন হয়। তাঁর মধ্যে ফরিদপুর-১ আসনের রেলপথ পুনঃ চালু, চন্দনা-বারাশিয়া পুনঃ খনন ও মাঝকান্দি-ভাটিয়াপাড়া আচ্চলিক মহাসড়ক দৃশ্যমান। আমি আপনাদের সন্তান সুখে দুখে বিপদে আপদে আপনাদের পাশে সব সময় পাবেন। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলে মুসলিম, হিন্দুসহ সকল ধর্মের মানুষ অসাম্প্রসায়িক শান্তি শৃঙ্খল ভাবে সকলে বসবাস করতে পারে। আগামী দূর্গাপূজা সুশৃঙ্খল ভাবে অনুষ্ঠিত হবে। ধর্ম যার যার, উৎসব সবার। পূজা উদযাপন পরিষদের মধুখালী উপজেলা শাখার নতুন কমিটি কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও আমার উপস্থিতিতে দূর্গাপূজা পরবর্তী সময়ে ঘোষণা করা হবে।

পূজা উদযাপন পরিষদের উপজেলা কমিটির সহ-সভাপতি কাজল বসুর পরিচালনায় সকাল ১১টায় সম্মেলন উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মধুখালী উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, পূজা উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা মনোজ সাহা, মধুখালী পৌরসভার মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সাম্পাদক রেজাউল হক বকু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সূখেন মজুমদার, সহ-সভাপতি বাবু অশোক কুমার পোদ্দার, যুগ্ম সম্পাদক রাম কোমল, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ প্রমূখ। সম্মেলনে উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আওয়ামী লীগ, ওয়ার্কাস পার্টি, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।