• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
করোনায় বিড়াল আক্রান্ত হতে পারে

বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, বিড়াল এবং ফেরেট করোনাভাইরাসে সংক্রামিত হয়ে অন্য প্রাণীর মধ্যে তা ছড়িতে দিতে পারে। কিন্তু এই রোগে কুকুরের আক্রান্ত হওয়ার বিষয়টি খুব কঠিন।

গবেষকরা ইচ্ছাকৃতভাবে করোনাভাইরাসের জীবাণু বেশ কিছু প্রাণীর মধ্যে প্রবেশ করিয়েছিলেন এটা দেখার জন্য যে, এই ভাইরাসে প্রাণীগুলো অসুস্থ হয়ে পড়ে কিনা বা অন্য প্রাণীর মধ্যে ছড়িয়ে দিতে সক্ষম হয় কিনা।

গবেষক দলটি আরো দেখতে পেয়েছেন, মুরগি, হাঁস এবং শূকর এই ভাইরাসের প্রতি সংবেদনশীল নয়।
নতুন করোনাভাইরাসে পোষা প্রাণী আক্রান্ত হওয়ার চারটি বিচ্ছিন্ন ঘটনার পর (হংকংয়ে দুটি কুকুর এবং বেলজিয়ামে দুটি বিড়াল) এই গবেষণাটি করা হয়েছে। চারটি ঘটনার ক্ষেত্রেই, পোষা প্রাণীগুলো করোনা ভাইরাস পজেটিভ মালিকের কাছ থেকে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে বলে বিশ্বাস করা হয়।

যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) তথ্য অনুযায়ী, পোষা প্রাণী এই রোগ ছড়াতে সক্ষম বলে প্রমাণ করার মতো কোনো প্রমাণ নেই।

এই গবেষণাটি বিজ্ঞানী জিয়ানজং শির নেত্বত্বে চীনের ভেটেরিনারি বায়োটেকনোলজির স্টেট কী ল্যাবরেটরির গবেষকরা পরিচালনা করেছেন। গবেষকরা তাদের গবেষণাপত্রে লিখেছেন, ‘বিড়াল এবং কুকুর মানুষের সাথে নিবিড় যোগাযোগ করে এবং তাই প্রাণীর মধ্যে কোভিড-১৯ রোগ নিয়ন্ত্রণের জন্য সার্স-কোভ-২ এর প্রতি সংবেদনশীলতা বোঝাটা গুরুত্বপূর্ণ।’

গবেষণার অংশ হিসেবে, গবেষকরা আট মাস বয়সি পাঁচটি দেশীয় বিড়ালকে করোনাভাইরাসে সংক্রমিত করেছিলেন। ৬ দিন পর ভাইরাসে দুটি বিড়াল আক্রান্ত হয়। আক্রান্ত একটি বিড়ালের খাঁচার পাশে বাকিগুলোকে রাখার ৩ দিন পর প্রত্যেকটির মধ্যে ভাইরাসটি পাওয়া যায়। আক্রান্ত বিড়ালের হাঁচি থেকে নির্গত তরল ফোটর মাধ্যমে বাকিগুলো সংক্রমিত হয়েছিল।

তবে গবেষকরা দেখতে পেয়েছেন, শেষ পর্যন্ত করোনাভাইরাস দ্বারা সংক্রমিত চারটি বিড়াল ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করেছিল এবং বিড়ালগুলো সংক্রমণে থেকেও কোনো লক্ষণই প্রদর্শন করেনি।
বিশেষজ্ঞদের মতে, পোষা প্রাণীর মালিকদের এই গবেষণার ফলাফলে উদ্বিগ্ন হওয়া উচিত নয়। ওহিও স্টেট ইউনিভাসিটর ভাইরোলজিস্ট লিন্ডা সাইফ দ্য নেচার সাময়িকীকে বলেন, ‘এটা লক্ষ্য করা উচিত যে, গবেষণায় প্রাণীগুলোকে ইচ্ছাকৃতভাবে ভাইরাসের উচ্চ ডোজ দিয়ে সংক্রমিত করা হয়েছিল- যা বাস্তব জীবনের পরিস্থিতি প্রতিফলিত করে না।’

তিনি আরো বলেন, ‘গবেষণায় সংক্রমিত বিড়ালগুলো মানুষের মধ্যে সংক্রমণটি ছড়িয়ে দেওয়ার জন্য পর্যাপ্ত করোনাভাইরাস লুকিয়ে রাখার মতো কোনো প্রমাণ দেখা যায়নি। প্রাণীর ক্ষেত্রে সংক্রমণটি বোঝার জন্য বিভিন্ন ভাইরাল ডোজ সহ আরো গবেষণার প্রয়োজন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।