ফরিদপুরে সরকারি আদেশ অমান্য করায় জরিমানা
জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর: ফরিদপুরে সরকারি আদেশ অমান্য করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জরিমানা আাদায় করা হয়েছে।
আজ(০৩-০৪-২০) শুক্রবার শহরের থানার মোড় ও দুধ বাজার এলাকায় অভিযান চালিয়ে সরকারি আদেশ অমান্য করার অপরাধে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত মোবাইল কোর্ট পরিচালনা করেন ফরিদপুর জেলা প্রশাসনের দুই জন নির্বাহি ম্যাজিস্ট্রেট আফরোজ শাহিন খসরু ও সৈয়দ জাকির হোসেন।
আফরোজ শাহিন খসরু জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারের গৃহীত সিদ্ধান্ত মোতাবেক মুদি ও কাচামালের দোকান ব্যাতিত অন্য কোন দোকান বা প্রতিষ্ঠান খোলা রাখা যাবে না।এ আদেশ অমান্য কারীর বিরুদ্ধে বিভিন্ন প্রকার শাস্তির নির্দেশ রয়েছে।গতকাল এদেরকে নিষেধ করার পরও আজ আবার তারা দোকান খুলেছে।এ কারণে শুকরিয়া বেকারিকে ১০ হাজার টাকা ৫ টি পান সুপারির দোকানকে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া থানার মোড়ে অবস্থিত আরও দুটি দোকানকে ১ হাজার টাকা করে জরিমানা করা হয় এবং এরা পরবর্তীতে যদি দোকান খুলে তাহলে কারাদণ্ড দেওয়া হবে বলে সতর্ক করেন।
এসময় তিনি কয়কটি ফলের দোকান পরিদর্শন করেন এবং তাদের দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বে গোলাকার বৃত্ত না থাকায় বলেন আগামী কালই প্রত্যেকের দোকানের সামনে গোলাকার বৃত্ত তৈরী করতে হবে অন্যথায় শাস্তি হতে পারে।