আমাদের সন্তানদের দেশাত্ববোধে শিক্ষা দিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ফরিদপুর শহরের ঝিলটুলি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও স্কুল ব্যাগ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন ঢাকা বিভাগীয় কমিশিনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ।
তিনি আরো বলেন,আপনার সন্তানকে মিথ্যা বলা শিখাবেন না,তাদের সততার শিক্ষাদিন,আপনার সন্তান কোথায় যায়,কার সাথে মিশে সে খিয়াল রাখতে হবে। তাদের স্বাস্হ্য পরিচর্যার বিষয়ে শিক্ষা দিতে হবে।
ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, অভিভাবক কনিকা বিশ্বাস ।
এসময় অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রোকসানা রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ আসলাম মোল্যা। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা প্রমুখ।
অনুষ্ঠানে উক্ত স্কুলের ২৫০ জন ছাত্র-ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়।