করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে মুনতাসীর মামুন
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর কোভিড ডেডিকেটেড মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন বিশিষ্ট ইতিহাসবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুনতাসীর মামুন।
রোববার (৩ মে) সন্ধ্যায় তিনি হাসপাতালে ভর্তি হন। তবে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।
মুগদা জেনারেল হাসপাতালের কোভিড-১৯ বিষয়ক টিমের ফোকাল পারসন ডা. মাহবুবুর রহমান বলেন, ‘ইতিমধ্যে মুনতাসীর মামুনের করোনা পরীক্ষা করা হয়েছে। রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে তার জ্বর ও শ্বাসকষ্ট আছে। এজন্য তিনি ভর্তি হয়েছেন। আগামীকাল আবারও তার পরীক্ষা করা হবে।’
তিনি বলেন, ‘তিনি (মুনতাসীর মামুন) করোনা আক্রান্ত নন। সাসপেক্টেড করোনা রোগী। তিনি করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।’