করোনাভাইরাসের (কভিড-১৯) বিস্তার রোধে ভারতে সোমবার থেকে তৃতীয় দফায় দুই সপ্তাহের লকডাউন শুরু হয়েছে। তবে এই লকডাউনের মধ্যেই খোলা থাকবে মদের দোকান। কিনতে হবে একটু বেশি দামেই।
জিনিউজ জানায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশিকা অনুযায়ী সোমবার থেকে মদের দোকান খোলার কথা বলা হয়েছে।
শুধু গ্রিন এবং অরেঞ্জ জোনেই নয়, রেড জোনেও খুলবে মদের দোকান। তবে কনটেইনমেন্ট জোনে বন্ধ থাকবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে দোকান। মদের দাম ৩০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। নতুন দামেই মদ বিক্রি হবে আজ থেকে।
এর আগে কংগ্রেসের এক বিধায়ক ‘করোনা ঠেকাতে’ মদের দোকান খুলে দেওয়ার আহ্বান জানান। তার যুক্তি, স্যানিটাইজারের অ্যালকোহলে করোনা ভাইরাস মরলে, মদপান করেও এই ভাইরাসকে মারা যেতে পারে।
এদিকে, সোমবার থেকে ভারতে তৃতীয় দফার লকডাউন শুরু হলো। আপাতত আগামী ২ সপ্তাহ অর্থাৎ ১৭ মে পর্যন্ত এ লকডাউন চলবে।
এর আগে গত ২৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট দুই দফায় লকডাউনের সাক্ষী থেকেছে বিশ্বের অন্যতম জনবহুল দেশটির মানুষ।
এই সময় জানায়, আগের দুই দফার তুলনায় এই ১৪ দিনের লকডাউনে বেশ কিছু ছাড়ের কথা আগেই ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ফলে আগের মতো আর অতটা কড়াকড়ি থাকবে না তৃতীয় দফার লকডাউনে। তবে দেশজুড়ে বেশ কিছু বিধিনিষেধ আগের মতোই বহাল থাকছে। তা মেনে না চললে শাস্তির মুখে পড়তে হতে পারে।
এদিকে দ্য হিন্দুর সোমবার সকালের লাইভ আপডেট অনুযায়ী, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৪ ৯৬ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৩৮৯ জন।