স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান প্রধানমন্ত্রীর
শিল্প প্রতিষ্ঠান খোলা থাকলেও স্বাস্থ্যবিধি মানতেই হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্স যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি আহ্বান জানান।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে রংপুর বিভাগের ৮টি জেলা অংশ নিচ্ছে। জেলাগুলো হলো- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারি, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা। এসব জেলার প্রশাসন, জনপ্রতিনিধি, চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর প্রতিনিধিসহ শিক্ষক এবং মসজিদের ইমাম কনফারেন্সে যুক্ত হয়েছেন।