• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং

তৃনমূল মানুষের সেবা হবে বিট পুলিশিং

সদরপুর বিট পুলিশিং সমাবেশে ডিআইজি হাবিবুর রহমান

ছবিঃ ফরিদপুরের সদরপুরে বিট পুলিশিং সমাবেশে ডিআইজি হাবিবুর রহমান বক্তব্য রাখেন।

সদরপুর(ফরিদপুর)প্রতিনিধিঃ মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার শে­াগান কে সামনে রেখে “বিট পুলিশিং বাড়ি বাড়ি,নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্য বিষয় নিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার বাইশরশি শিব সুন্দরী একাডেমি মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল ৪টায় উপজেলার বাইশরশি শিব সুন্দরী একাডেমী মাঠে ৭নং বিট সদরপুর থানা পুলিশের আয়োজনে ফরিদপুর জেলা পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জ এর ডিআইজি হাবিবুর রহমান। তিনি বলেন, বিট পুলিশিং এর মাধ্যমে সমাজের বিভিন্ন অপরাধ ও ছোটখাটো বিরোধ নিষ্পত্তি করা যায়। মাদক প্রসঙ্গে বলেন, মাদকের বিরুদ্ধে স্বোচ্ছার থাকতে হবে। সমাজের সকলে ঐক্যবদ্ধ হয়ে বিট পুলিশিং এর মাধ্যমে সমাজের নির্যাতিত,অবহেলিত ও নিপীড়িত মানুষের সেবা করতে হবে। সদরপুর থানার ওসির মুঠোফোন নাম্বার জনসাধারণের জন্য বিভিন্নস্থানে ঝুলিয়ে দিতে হবে যাতে সাধারণ মানুষ যে কোনো সময় পুলিশ কে অপরাধের তথ্য দিতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশার সঞ্চালনে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী অফিসার পূরবী গোলদার, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল গাজী রবিউল ইসলাম, সদরপুর থানা অফিসার ইনচার্চ সৈয়দ মোঃ লুৎফর রহমান,সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুল, তুজারপুর ইউপি চেয়ারম্যান পরিমল চন্দ্র দাস। সমাবেশ ঢাকা রেঞ্জ এর ডিআইজি হাবিবুর রহমান সদরপুরে আসায় তাকে ফুলেল শুভেচছা জানান সদরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।