পবিত্র শবেবরাত নিজ নিজ গৃহে পালনের অনুরোধ ইসলামিক ফাউণ্ডেশনের
পবিত্র শবেবরাত নিজ নিজ গৃহে পালনের অনুরোধ ইসলামিক ফাউণ্ডেশনের
করোনাভাইরাস ঠেকাতে পবিত্র শবে বরাতে নিজ নিজ বাসা বাড়িতে দোয়া ও নামাজ আদায় করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহ্বান জাননো হয়।
এতে বলা হয়, ৯ এপ্রিল (বৃহস্পতিবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত অনুষ্ঠিত হবে। জমায়েত এড়িয়ে পবিত্র এ দিনে নিজ নিজ বাসস্থানে যথাযথ মর্যাদায় এবাদত বন্দেগি করার অনুরোধ জানানো হচ্ছে।