• ঢাকা
  • রবিবার, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ঢাকায় না ফিরতে পুলিশের কড়া বার্তা

ঢাকায় না ফিরতে পুলিশের কড়া বার্তা

চাকরি বাঁচাতে ঢাকামুখী মানুষের জন স্রোত নেমেছে বিভিন্ন হাইওয়েতে।  তাদের বিরুদ্ধে কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

শনিবার (৪ এপ্রিল) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, ‘আমরা করোনাভাইরাস বিষয়টি মানুষকে বুঝিয়ে সচেতন করছি।  তারা যেন ঘর থেকে বের না হয়।  তারপরও যদি তারা এভাবে বের হন, সেক্ষেত্রে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।  ইতিমধ্যে হাইওয়ে পুলিশকে এ বিষয়ে কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে।’

হাইওয়ে পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা ময়মনসিংহ জৈন্তাপুর রোড, মাদারীপুর সড়কসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থানে অনেককে বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে।  এখন পণ্যবাহী যান যেন চলতে না পারে—সেজন্য মাওয়া দৌলোদিয়া ঘাটসহ  বিভিন্ন নৌপথ এবং মহাসড়কগুলোর পথে পথে পুলিশের টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে।  মানুষকে বোঝানো হচ্ছে।  যদি তারা না শোনেন তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  ইতিমধ্যেই বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।