• ঢাকা
  • শনিবার, ৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৩শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
ঢাকায় না ফিরতে পুলিশের কড়া বার্তা

ঢাকায় না ফিরতে পুলিশের কড়া বার্তা

চাকরি বাঁচাতে ঢাকামুখী মানুষের জন স্রোত নেমেছে বিভিন্ন হাইওয়েতে।  তাদের বিরুদ্ধে কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

শনিবার (৪ এপ্রিল) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি মিডিয়া সোহেল রানা রাইজিংবিডিকে বলেন, ‘আমরা করোনাভাইরাস বিষয়টি মানুষকে বুঝিয়ে সচেতন করছি।  তারা যেন ঘর থেকে বের না হয়।  তারপরও যদি তারা এভাবে বের হন, সেক্ষেত্রে  আইনগত ব্যবস্থা গ্রহণ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।  ইতিমধ্যে হাইওয়ে পুলিশকে এ বিষয়ে কঠোর হতে নির্দেশ দেওয়া হয়েছে।’

হাইওয়ে পুলিশের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, ঢাকা ময়মনসিংহ জৈন্তাপুর রোড, মাদারীপুর সড়কসহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ স্থানে অনেককে বুঝিয়ে ফেরত পাঠানো হয়েছে।  এখন পণ্যবাহী যান যেন চলতে না পারে—সেজন্য মাওয়া দৌলোদিয়া ঘাটসহ  বিভিন্ন নৌপথ এবং মহাসড়কগুলোর পথে পথে পুলিশের টহল এবং নজরদারি বাড়ানো হয়েছে।  মানুষকে বোঝানো হচ্ছে।  যদি তারা না শোনেন তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  ইতিমধ্যেই বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।