• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
রাস্তায় বেরুলে গুলি করছে নাইজেরিয়া সেনাবাহিনী

রাস্তায় বেরুলে গুলি করছে নাইজেরিয়া সেনাবাহিনী

ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপ লুজানে ব্যাপক হারে করোনা ভাইরাস সংক্রমণের পর গত বুধবার এক ঘোষণায় দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছিলেন, লকডাউন অমান্য করে কেউ ঘর থেকে বের হলেই যেন সঙ্গে সঙ্গে গুলি করা হয়।

এবার নাইজেরিয়ায় লকডাউনের মধ্যে বের হওয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দেশটির সেনা সদস্যরা।

স্থানীয় সময় বহস্পতিবার নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলের রাজ্য ডেলটার ওয়ারি শহরের বাসিন্দা জোসেফ পেসুকে গুলি করে হত্যা করা হয়। গতকাল শুক্রবার দেশটির পুলিশ ও এক আইনপ্রণেতার বরাত দিয়েছে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাকে গোটা নাইজেরিয়ায় চলছে লকডাউন। দেশটিতে এখন পর্যন্ত ১৮৪ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ জন।

তবে ডেলটার এক আইনপ্রণেতা সিনটের ওভি ওমো-আজিজি এভাবে কোনও নাগরিককে গুলি করে হত্যা ঘটনায় জড়িত সেনা সদস্যের বিচার দাবি করেছেন । এরইমধ্যে ওই সেনাসদস্যকে গ্রেফতার করা হয়েছে বলেও তিনি জানান।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।