একটি মৃত্যুও কাম্য নয় – প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একটি মৃত্যুও কাম্য নয়। করোনায় বাংলাদেশে গতকাল পর্যন্ত মোট আটজনের মৃত্যু হয়েছে।
শনিবার সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রাণঘাতি করোনাভাইরাস নিয়ে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
শেখ হাসিনা বলেন, করোনার কারণে দেশের শিল্প উৎপাদন, রপ্তানি, সেবা খাত ও শেয়ারবাজারে বিরুপ প্রভাব পড়তে শুরু করেছে।
শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের মানুষের রয়েছে আশ্চর্য এক সহনশীল ক্ষমতা এবং ঘাত-প্রতিঘাত সহ্য করে দ্রুত ঘুরে দাঁড়ানোর সক্ষমতা। ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে যে জাতি মাত্র ৯ মাসে স্বাধীনতা ছিনিয়ে এনেছে – সে জাতিকে কোন কিছুই দাবিয়ে রাখতে পারবে না।’
করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন প্রধানমন্ত্রী তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি তিনি আরও বলেন, ‘আমি চাই না সাংবাদিকরা এদিক সেদিক ঘোরাঘুরি করে করোনায় আক্রান্ত হোক।’