নিরঞ্জন মিত্র(নিরু)(ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের টেন্ডারবাজ ও ভূমি দস্যু সিদ্দিকুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে
এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা সচেতন নাগরিক সমাজের আয়োজনে, (৫ ডিসেম্বর) রবিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার এর সভাপতিত্বে, সমাবেশ অনিষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলার পৌর মেয়র অমিতাভ বোস, পৌরসভার ১নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম,জেলা ছাত্রলীগের সভাপতি জনাব তামজিদুর রশিদ চৌধুরী রিয়ান প্রমূখ।
এসময় সমাবেশ অনুষ্ঠানে যুবলীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা টেন্ডারবাজ ভূমিদস্যু মোঃ সিদ্দিকুর রহমান কে দ্রুত গ্রেপ্তার ও ফরিদপুর চেম্বার অব কমার্সের নির্বাচন থেকে তাকে অপসারণের দাবি জানান।
এ সময় বক্তারা আরো বলেন ভূমিদস্যু টেন্ডারবাজ মোঃ সিদ্দিকুর রহমানকে অনতি বিলম্বে গেপ্তার করে শাস্তির আওতায় আনার কথা বলে। তারা বলেন একজন ওয়ারেন্ট ভূক্ত আসামী যেন চেম্বার অব কমার্সের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে সভাপতির পদে নির্বাচনে অংশ গ্রহণ না করতে পারে তার জোর দাবি জানান।