বিশেষ প্রতিনিধি :-
ফরিদপুরেও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে আজ ৫ ডিসেম্বর রবিবার বেলা ১১টায় জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে জেলা সিভিল সার্জনের আয়োজনে স্থানীয় সাংবাদিকদের সাথে এক ওরিয়েন্টান সভা অনুষ্ঠিত হয়।
জেলার সিভিল সার্জন ডাঃ মোঃ ছিদ্দীকুর রহমান জানান, শিশুদের শারীরিক পুষ্টি, অন্ধত্ব ও মৃত্যু ঝুকি কমাতে ৬ থেকে ১১ মাস এবং ১ থেকে ৫ বছরের শিশুদের মাঝে বিগত দিনের ন্যায় এবারও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার ১৯৯১টি টিকা দান কেন্দ্রে আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর দুটি গ্রুপে শিশুদের মাঝে নীল ও লাল রঙের টিকা খাওয়ানো হবে।
জেলার ৯টি উপজেলার ৮১টি ইউনিয়নে ২৪৩টি ওয়ার্ডে স্বাস্থ্য বিভাগের কর্মীরা এই টিকা খাওয়াবেন।
এই কর্মসুচি বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করেন।
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে জেলার সাংবাদিকদের সাথে ওরিয়েন্টেন কর্মশালায় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।