• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং
ফরিদপুরে সুষ্ঠ, অবাধ ইউপি নির্বাচন সম্পন্নের নির্দেশ নির্বাচন কমিশনারের

বক্তব্য দিচ্ছেন ঢাকা নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.)। ছবি - বৈশাখ নিউজ ডটকম

ফরিদপুর: ৫ ডিসেম্বর ২০২১ইং

নিজস্ব প্রতিনিধি:- ফরিদপুরে সুস্থ অবাধ নিরেপক্ষ ভাবে সুন্দর পরিবেশে চতুর্থ ধাপে ইউপি নির্বাচন সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ঢাকা নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী (অব.)।

ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে, (৫ ডিসেম্বর) রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলার মোট ১৩ টি ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা ও আইন শৃঙ্খলা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করে এ নির্দেশ দেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী (অব.)।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এর সভাপতিত্বে, অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (বিপিএম-সেবা) মোঃ আলিমুজ্জামান, ফরিদপুর অঞ্চলের নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক।

এসময় মতবিনিময় সভায় ফরিদপুর র‍্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর এবং রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম সহ বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা কর্মকর্তাগণ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী এসময় আরো জানান, নির্বাচনে দায়িত্ব পালন করতে ঐক্যবদ্ধ ভাবে দলমত নির্বিশেষে কাজ করতে হবে। নির্বাচনে কে কেন্দ্র করে কোন সহিংসতার সৃষ্টি না হয়। সাধারণ ভোটারগণ সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ ভোট প্রদান নিশ্চিত করতে সব সময় আমাকে পাশে পাবেন। সাধারন মানুষের মধ্যে কোন সহিংসতা সৃষ্টি যাতে না হয়। আইন শৃঙ্খলা কর্মকর্তাদের সজাগ থাকতে হবে। তিনি বলেন, নগরকান্দা, সালথা, ভাঙ্গা ও চর ভদ্রাসন উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন সম্পূর্ন হওয়ায়। এইসব উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সুন্দর ভূমিকা নিয়ে সাংবাদিকদের ধন্যবাদ জানান।
তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের প্রার্থীদের সুবিধা-অসুবিধা ও সমস্যার কথা শুনে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন নির্বাচন কমিশনার।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।