দিল্লিতে বিশ্বের সবচেয়ে বড় করোনা হাসপাতাল তৈরি হলো
ভারতের নয়া দিল্লিতে চালু হল বিশ্বের সবচেয়ে বড় করোনা হাসপাতাল। হাসপাতালটিতে একসঙ্গে ১০ হাজার জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবে, যার জন্যে এতে রাখা হয়েছে ১০ হাজার বেড। হাসপাতালটির নাম রাখা হয়েছে‘সর্দার পটেল কেয়ার সেন্টার অ্যান্ড হসপিটাল’।
জানা গেছে, হাস্পাতালটির দৈর্ঘ্যে ১৭০০ ফুট ও প্রস্থে ৭০০ ফুট। ১২ দিনে এ হাসপাতালটি নির্মাণ করেছে দেশটির ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।
প্রাথমিকভাবে মৃদু উপসর্গের কোভিড আক্রান্ত ও উপসর্গহীন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা করা হবে এই হাসপাতালে।