এপ্রিলে করোনার সংক্রমণ ব্যাপক হতে পারে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এপ্রিল মাসে দেশে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হতে পারে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গণভবন থেকে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের ১৫ জেলার প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সঙ্গে ভিডিও কনফারেন্সকালে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস।
প্রধানমন্ত্রী বলেন, ‘অন্যান্য দেশ থেকে অভিজ্ঞতা সঞ্চয় করা হয়েছে। তাতে মনে হচ্ছে, এই এপ্রিল মাসে করোনাভাইরাসের সংক্রমণ ব্যাপক হতে পারে। এই ধরনের আলামত পাওয়া যাচ্ছে। এই ধরনের কিছু প্রতিবেদন দেখতে পাচ্ছি, কিছু প্রেডিকশন দেখতে পাচ্ছি। কাজে সেই অবস্থায় আমাদের সতর্ক থাকতে হবে এবং আমাদের এমনভাবে চলতে হবে যেন এর প্রভাবে আমাদের দেশের মানুষের ক্ষতি কম হয়।’
শেখ হাসিনা বলেন, ‘এপ্রিল মাসটা আমাদের জন্য খুবই দুঃসময়। সব জায়গা থেকে এমন খবর পাচ্ছি। কাজেই কারো মধ্যে যদি করোনার উপসর্গ দেখা দেয় সঙ্গে সঙ্গে খবর দেবেন। যারা সেবা দেবেন তাদের জন্য সব প্রস্তুত আছে। কাজেই কোনো কিছু লুকাবেন না। আর এটা কোনা লজ্জার বিষয় না।’
করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকে যারা কাজ করেছেন তাদের জন্য বিশেষ প্রণোদনা ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘দুর্যোগে চিকিৎসা নিয়ে যারা শর্ত দিয়েছেন তাদের কাজ করার দরকার নেই। যারা চিকিৎসা না দিয়ে পালিয়ে গেছেন তাদের জন্য এ প্রণোদনা না। তারা যদি এখন চিকিৎসায় ফিরতে চায় তাহলে বিনা শর্তে কাজ করতে হবে।’
সংবাদসুত্রঃরাইজিংবিডি