মোঃ আলমগীর কবির (আলফাডাঙ্গা) ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় আজ ৭ ফেব্রুয়ারি রবিবার সকাল ১১ টায় আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে কোভিড-19 ভ্যাক্সিন টিকাদান কার্যক্রম এর শুড উদ্বোধন করা হয়েছে ।
প্রথম দফায় টিকা গ্রহণ করলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদ এলাহী,পৌর মেয়র মোঃ সাইফুর রহমান সাইফার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাঃ নাজমূল হাসান ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ ওহিদুজ্জামান , উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম, ভ্যাক্সিন কমিটির সদস্যগণ, সাংবাদিকগণ সহ রেজিস্ট্রেশন সম্পন্ন করা আরো অনেকেই।
৫৫ বছর উর্ধ্বে সকল আলফাডাঙ্গা উপজেলা বাসীকে উপজেলা প্রশাসন এর পক্ষ হতে অনলাইনে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন টিকা নেয়ার অনুরোধ করা হয়েছে। সকল ইউডিসি, উপজেলা হেলথ কমপ্লেক্স ও নিজ নিজ মোবাইল ফোন ও কম্পিউটার হতে টিকার জন্য রেজিস্ট্রেশন করা যাচ্ছে বলে সংশ্লিষ্ট ভ্যাকসিন টিকা কমিটির পক্ষ হতে জানানো হয়েছে।
উল্লেখ্যঃ
তিন হাজার চারশত ডোজ এর মধ্যে সতেরো শত জন দুইবার করে নিতে পারবে এই টিকা।
আজ প্রথম টার্গেট ৯০ জন কে এই টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রতি মাসের ৭ তারিখ হতে ১৮ তারিখ পর্যন্ত মোট ১২ দিন এই টিকা প্রদান করা হবে।