• ঢাকা
  • শুক্রবার, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ ইং
মধুখালীতে শ্যামাপূজা উপলক্ষ্যে ৪ দিন ব্যাপি অষ্টকালীন লীলা কীর্তন

হৃদয় শীল ,মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ- ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ভাতুড়ীয়া সার্বজনীন পূজা কমিটির আয়োজনে ৪দিন ব্যাপি দেশ মাতৃকা ও শিশ্ব জননীর সকল সন্তানের শান্তি এবং কল্যাণ কামনায় শ্যামা মায়ের পূজা উপলক্ষ্যে রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

ভাতুড়ীয়া সার্বজনীন পূজা কমিটির সভাপতি গৌতম বিশ্বাসের সভাপতিত্বে ভাতুড়ীয়া সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত শ্যামা মায়ের পূজা উপলক্ষ্যে রাধাকৃষ্ণের অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানে লীলা কীর্তন পরিবেশন করেন দেশের ভিভিন্ন জেলার নাটোরের সুকৃতি মহন্তের ভক্তসংঘ সম্প্রদায়,বগুরার ভ্রান্তীদেবী মহন্তের শ্রী রুপমঞ্জুরী সম্প্রদায় ও রাজবাড়ী জেলার রমেন বিশ্বাসের লক্ষীনায়ন সম্প্রদায় । ৪ দিন ব্যাপি শ্যামা মায়ের পূজা উপলক্ষ্যে রাধাকৃষ্ণের

অষ্টকালীন লীলা কীর্তনে উপজেলার বিভিন্ন অ লের শতশত নারী পুরুষ লীলা কীর্তন উপভোগ করেন।

লীলা কীর্তনে উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, ভাতুড়ীয়া সার্বজনীন পূজা কমিটির প্রধান উদেষ্টা অনিল মালো, সাধারন সম্পাদক সমরেশ কুমার মালো ও বিশিষ্ট দানবীর স্বপন কুমার দে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।