• ঢাকা
  • রবিবার, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ ও র‌্যাবের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন

আইজিপি হচ্ছেন বেনজীর আহমেদ ও র‌্যাবের মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন

বাংলাদেশের পুলিশের নতুন মহাপরিদর্শক-আইজিপি হিসেবে র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে নিযুক্ত করতে যাচ্ছে সরকার। পাশাপাশি র‌্যাবের মহাপরিচালক পদে বসতে যাচ্ছেন সিআইডির প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়টি অনুমোদন দিয়েছেন বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের নতুন আইজি নিয়োগের জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিবকে নির্দেশ দেন। গত সোমবারের মন্ত্রিপরিষদ বৈঠকে এ নির্দেশ দেন তিনি।

এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নতুন আইজি নিয়োগের বিষয়ে সারসংক্ষেপ তৈরি করা হয়। সে বৈঠকে উপস্থিত ছিলেন জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন, অতিরিক্ত সচিব মু. মোহসিন চৌধুরী, যুগ্মসচিব (পুলিশ-১) ড. মো. হারুন অর রশিদ বিশ্বাস, উপসচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাস।

মঙ্গলবার দুপুরের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-১) ধনঞ্জয় কুমার দাস গণভবনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কাছে এ সারসংক্ষেপ পৌঁছে দেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারসংক্ষেপ অনুমোদন করেন। দুয়েকদিনের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

প্রসঙ্গত, আগামী ১৩ এপ্রিল বর্তমান আইজিপি জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হতে যাচ্ছে। তার স্থলে র‌্যাবের মহাপরিচালক ড. বেনজীর আহমেদকে পুলিশের ৩০তম আইজি হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বর্তমান আইজিপি ড. জাবেদ পাটোয়ারীকে মধ্যপ্রাচ্যের একটি দেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে।

ড. বেনজীর আহমেদের সংক্ষিপ্ত পরিচয়:
২০১৫ সাল থেকে র‌্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বেনজীর আহমেদ। তিনি হবেন বাংলাদেশ পুলিশের ৩০তম আইজি। ১৯৮৮ সালের শেষের দিকে সহকারি পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন ড.বেনজীর আহমেদ। ২০১৩ সালের ৫ মে হেফাজত ইসলামী রাজধানীর শাপলা চত্বর এলাকা ঘেরাওয়ের পর তাদের উচ্ছেদে বড় ভূমিকা রাখেন তখনকার ঢাকার পুলিশ কমিশনার বেনজীর আহমেদ।

তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকার জন্য তিনি একাধিকবার বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সম্মাননা বাংলাদেশ পুলিশ পদক এবং রাষ্ট্রপতি পুলিশ পদক লাভ করেন।
সংবাদ সুত্র ঃ সময়ের আলো

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।