• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
মৃত্যুকালে করোনা রোগীর হাত ধরে থাকার প্রতিশ্রুতি চিকিৎসকদের

 

মৃত্যুকালে করোনা রোগীর হাত ধরে থাকার প্রতিশ্রুতি চিকিৎসকদের

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছেন তাদের শেষ নিঃশ্বাসের সময় হাত ধরে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটিশ চিকিৎসকেরা। দেশটির নামকরা চিকিৎসক ডাঃ অ্যালিসন পিটার্ড স্কাই নিউজকে জানিয়েছেন, সব হাসপাতালের কর্মকর্তারা তাকে এই প্রতিশ্রুতি দিয়েছেন।

ভাইরাসটি অতিমাত্রায় সংক্রামক হওয়ায় অধিকাংশ রোগী অসহ্য যন্ত্রণা নিয়ে একা একাই মৃত্যুবরণ করছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসার পর এমন মন্তব্য করলেন ইংল্যান্ডের ইনটেনসিভ কেয়ার কাউন্সিলের শীর্ষস্থানীয় এই চিকিৎসক।

স্কাই নিউজের সঙ্গে আলাপকালে অ্যালিসন বলেন, ‘পরিবারের কেউ না থাকলেও আমরা মৃত্যু পথযাত্রীর পাশে থাকছি।

তিনি যেন একা একা পৃথিবী থেকে বিদায় না নেন, সেই চেষ্টা করছি আমরা। কেউ না কেউ তার হাত ধরে থাকছেন। ’
জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে প্রায় ৩০ হাজার মানুষ আক্রান্ত হওয়ার পাশাপাশি ২ হাজার ৩৫৭ জনের মৃত্যু হয়েছে।

এত রোগীর চাপ সামলাতে দেশটি হিমশিম খাচ্ছে। ভাইরাসের আগে যেখানে রোগীপ্রতি একজন নার্স থাকতেন, সেখানে এখন প্রতি ছয় রোগীর জন্য কাজ করছেন এক জন নার্স।

অ্যালিসন জানান, মুমূর্ষুদের নেয়া হচ্ছে আইসিইউতে। সেখানে কারো অবস্থা খারাপ হলে পরিবারকে খবর দেয়া হচ্ছে। তারা কেউ পাশে থাকতে না চাইলে ডাক্তাররাই হাত ধরে রোগীকে শেষ বিদায় দিচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।