• ঢাকা
  • শনিবার, ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ভেন্টিলেটর নিতে হয়নি,ভালো আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী   

ভেন্টিলেটর নিতে হয়নি,ভালো আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি চিকিৎসাধীন। তবে তিনি এখন সেখানে ভালো আছেন। তার ভেন্টিলেটর (কৃত্রিমভাবে স্বাস্থ্য প্রশ্বাস নেওয়ার যন্ত্র) লাগানোর প্রয়োজন পড়েনি।

নিজেই শ্বাস নিতে পারছেন।
মঙ্গলবার রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে দেশটির প্রধানমন্ত্রীর বাসভবনের সূত্রের বরাতে জানিয়েছে, বরিস জনসনকে হাসপাতালে কৃত্রিম শ্বাস নেওয়া যন্ত্র লাগানো হয়নি। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন।

বর্তমানে কেবল অক্সিজেন দিয়ে রাখা হয়েছে তাকে। এদিকে, প্রধানমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনা করে রানি দ্বিতীয় এলিজাবেথ একটি বার্তাও দিয়েছেন।
গত ২৭ মার্চ তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর নিজের বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটেই আইসোলেশনে ছিলেন। কিন্তু শারিরীর অবস্থার অবনতি হলে ৫ এপ্রিল তাকে সেন্ট্রাল লন্ডনের সেন্ট থমাস হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) আছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।