• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
করোনা: সেরা সুন্দরীর মুকুট নামিয়ে চিকিৎসা পেশায় ‘মিস ইংল্যান্ড’

করোনা: সেরা সুন্দরীর মুকুট নামিয়ে চিকিৎসা পেশায় ‘মিস ইংল্যান্ড’

১৪ দিনের সেলফ আইসোলেশন শেষে জুনিয়র চিকিৎসক হিসেবে পুরোনো পেশায় ফিরলেন ‘মিস ইংল্যান্ড’ ভাষা মুখার্জি।

গত বছর যুক্তরাজ্যের সেরা সুন্দরীর মুকুট জেতেন ভাষা। করোনা পরিস্থিতির কারণে বিদেশের দাতব্য কাজ ছেড়ে তিনি ইংল্যান্ড ফিরে পুরোনো সহকর্মীদের সঙ্গে যোগ দিলেন।

গত ডিসেম্বরে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশগ্রহণের পর চিকিৎসক পেশা ছাড়েন তিনি

সিএনএনের এক প্রতিবেদনে জানা যায়, বেশ কয়েকটি দাতব্য প্রতিষ্ঠানের দূত হয়ে কাজ করছিলেন ভাষা। তবে বর্তমানে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে আগস্ট পর্যন্ত চিকিৎসা দিয়ে যাবেন করোনা আক্রান্তদের।

তিনি বলেন, আফ্রিকা, তুরস্ক, ভারত, পাকিস্তান ও আরও কিছু এশীয় দেশে দূত হিসেবে দাতব্য কাজের জন্য আমন্ত্রণ পেয়েছেন সম্প্রতি।

গত মাসে এই সুন্দরী কনভেনট্রি মার্সিয়া লায়নস ক্লাবের হয়ে ভারতে এক প্রচারণায় অংশ নেন। সেখানে স্কুলে অনুদান ও পরিত্যক্তা নারীদের নিয়ে কাজ করেন।

বোস্টনের পিলগ্রিম হসপিটালে এক সময় কাজ করতেন ভাষা। সম্প্রতি করোনাজনিত মহামারীর প্রেক্ষিতে সেখানকার এক পুরোনো সহকর্মীর বার্তা পান। তারপরই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কাজে ফেরার কথা জানান।

তিনি জানান, মানবিক কাজের সঙ্গে জড়িত থাকলেও এই সময় মিস ইংল্যান্ডের মুকুট পরে থাকা তার কাছে ভুল মনে হয়েছে।

ভাষা শ্বসনক্রিয়ার ওপর পড়াশোনা করলেও বর্তমানে হাসপাতালের চাহিদা অনুসারে কাজ করবেন।

সোমবার পর্যন্ত যুকতরাজ্যে ৫ হাজারের মতো মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেছে। সংক্রমণের শিকার হয়েছে ৪৮ হাজারের বেশি। এ ছাড়া দেশটি প্রধানমন্ত্রী বরিস জনসন বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।