সালথা উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক বিনুর জানাজা সম্পন্ন
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক ও উপজেলার কাউলিকান্দা গ্রামের আঃ মান্নান মাষ্টারের একমাত্র সন্তান বেনজামিন হায়দার বিনু ইন্তেকাল করেছেন। রবিবার রাতে ঢাকার একটি হাসপাতালে লাইভ সাফোর্টে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ২৮ বছর।
আজ সোমবার দুপুরে কাউলিকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান জাদু মিয়া, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা জাকের পার্টির সভাপতি সরোয়ার হোসেন বাচ্চু, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি নাজিম উদ্দিন খান সহ হাজারো মানুষ।