মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সার্কিট হাউজে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি এর সাথে ফরিদপুর জেলার মুক্তিযোদ্ধাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রবিবার রাত সাড়ে আটটায় ফরিদপুর সার্কিট হাউজের অডিটোরিয়াম রুমে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর জেলা ইউনিট কমান্ড এর আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায় এর সভাপতিত্বে ফরিদপুর জেলার বীর মু্ক্তিযোদ্ধাদের সাথে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সভাপতি মন্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান এমপি, জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাস্টার,সাবেক মুক্তিযোদ্ধা জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহনেওয়াজ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন মুক্তিযোদ্ধাদের ফ্রি চিকিৎসা ও সম্মানী ভাতা সহ যাবতীয় সুবিধা আওয়ামীলীগ সরকারের আমলে হয়েছে। তিনি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্য করে বলেন তারা যেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরেন।