• ঢাকা
  • রবিবার, ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৬শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
বিশ্ববাসী কি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে

বিশ্ববাসী কি আর স্বাভাবিক জীবনে ফিরতে পারবে

করোনাভাইরাসের আগে বিশ্ববাসী যে স্বাভাবিক জীবনে ছিল সেটা ফিরে নাও পেতে পারে বলে আশঙ্কা করেছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী ডা. অ্যান্থনি ফসি।

স্থানীয় সময় মঙ্গলবার (৭ এপ্রিল) হোয়াইট হাউজের প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বিজ্ঞানী ডা. ফসি বলেন, ‘দেশে দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। সেখান থেকে সমাজের প্রতি স্তরে বিস্তারিত হচ্ছে। তাই এই পরিস্থিতিতে আমরা হয়তো করোনাভাইরাসের আগের জীবন ফিরে পাব না।’

ডা. ফসি আরো বলেন, ‘স্বাভাবিক জীবনে ফিরতে হলে আমাদেরকে করোনাভাইরাসমুক্ত হতে হবে। কিন্তু সেটা সম্ভব কি না জানি না। তবে একমাত্র ভ্যাকসিনই সেই সমাধান দিতে পারে।’

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিশ্বে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত ১৪ লাখ ২৯ হাজার ৪৩৭জন এবং মৃত্যু হয়েছে ৮২ হাজার ৭৪ জনের।

সূত্র: আলজাজিরা

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।