গাড়ি চালিয়ে সৌদি নারীদের নারী দিবস পালিত
গাড়ি চালিয়ে নারী দিবস উদযাপন করেছে সৌদি আরবের অনেক নারী। বছর কয়েক আগেও দেশটির নারীরা গাড়ি চালানোর কথা কল্পনাতেও ভাবতে পারতো না।
সৌদি আরবের অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রকের সহকারী পরামর্শক আসিল বলখিয়র (১৯) বলেন, এবার আন্তর্জাতিক নারী দিবসে সৌদি নারীরা তারা যে স্বাধীনতা পেয়েছে তা উদযাপন করছে।
সৌদি মন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, যেসব স্বাধীনতার কথা আমরা কল্পনাই করিনি তা এখন পেয়েছি।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের বর্তমান নারীরা স্বর্ণযুগ পালন করছে। এখন তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে অনেক দূরে নিয়ে যেতে পারবে।
সৌদিতে নারীদের গাড়ী চালানোর ওপর কড়া নিষেধাজ্ঞা ছিল কয়েক বছর । সেইসংগে পুরুষ অভিভাবকদের অনুমতি ছাড়া বাড়ির বাইরে যেতে পারতো না।
২০১৬ সালে যুবরাজ ঘোষণার পর থেকে রাজতন্ত্রের দেশটিতে মোহাম্মদ বিন সালমানকে অঘোষিত শাসক বলে মনে করা হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান সেসময় যখন চরম রক্ষণশীল সৌদি আরবে অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ঘোষণা দিয়েছিলেন তখন সেটি বিশ্বব্যাপী প্রশংসা পেয়েছিল।