করোনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল
করোনায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল
জ্বর বিদায় নেওয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের দেহের তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে চলে এসেছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বুধবার মেট্রো অনলাইন ও রয়টার্স এ তথ্য জানিয়েছে।
দুই সপ্তাহ আগে জনসনের করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে। ওই সময় তিনি কোয়ারেন্টাইনে চলে যান। অবস্থার অবনতি হলে তাকে সেন্ট থমাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রোববার তার দেহের তাপমাত্রা ও কাশি দুটোই বাড়তে শুরু করায় তাকে আইসিইউতে রেখে অক্সিজেন দেওয়া হয়। তবে তাকে ভেন্টিলেটর দেওয়া হয়নি।
প্রধানমন্ত্রীর দপ্তর ডাউনিং স্ট্রিট জানিয়েছে, জনসনের যে শারীরিক অবস্থা তাতে তিনি কাজ না করলেও প্রয়োজনে মানুষের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম।
জনসনের মুখপাত্র বলেছেন, ‘প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তার মানসিক শক্তি অনেক ভালো’।