• ঢাকা
  • শনিবার, ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই অক্টোবর, ২০২৪ ইং
ভাঙ্গায় গরুর খামারে অগ্নিকান্ডে ৭টি গরু ও ৩টি ঘর পুড়ে ছাই। খামারি গুরুত্বর আহত

মোঃ রমজান সিকদার,
ভাঙ্গা (ফরিদপুর)প্রতিনিধি- ৯/১/২৪

ফরিদপুরের ভাঙ্গায় গরুর খামারে অগ্নিকান্ডে ৭টি গরু ও ৩ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় চোখের সামনেই নিজের খামার পুড়তে দেখে ঝুঁকি নিয়ে আগুন নেভাতে গিয়ে খামারি জাকির শেখ গুরুত্বর আহত হয়েছেন। ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহতকে উদ্ধার করে প্রথমে ভাঙ্গায় ও পরবর্তীতে ঢাকা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।প্রাথমিক ভাবে ক্ষয় ক্ষতি পরিমান ১৫ লাখ টাকা হবে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত খামারি ।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর জানান, ৯৯৯ থেকে জানতে পারি সোমবার দিবাগত গভীর রাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের জাফর শেখ ও জাকির শেখের গরুর খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের পৌঁছানোর আগেই উক্ত গরুর খামারে সাতটি গরু ও ৩ ঘর পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে আগুনের সূত্রপাত হলে মুহূর্তে তা ছড়িয়ে পড়ে।খামারি জানান ,অট্রোলিয়ান জাতের ৫টি গাভি ও ২টি ষাড় গরু লালন পালন করছিল। আগামী কুরবানীর ঈদেঁ ষাড় দুটি বিক্রি করবে। এর মধ্যে পাঁচটি গাভী থেকে প্রতিদিন একশ কেজির উপরে দুধ পেতাম।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।