• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
কুলসুম হত্যাকান্ডের বিচার দ্রুততম সময়ের পাওয়ার দাবী

ছবি- প্রতিকী

কুলসুম হত্যাকান্ডের বিচার দ্রুততম সময়ের পাওয়ার দাবী

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলার দৈবকীনন্দনপুর গ্রামের কুলসুম হত্যাকান্ডের বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করার দাবী মামলার বাদী ও পরিবারের।

তাদের দাবী এরই মধ্যে এক আসামী বিদেশে পাড়ি জমিয়েছে, আরো একাধিক আসামী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। 

 মামলার বাদী ও নিহতের ছেলে ইস্রাফিল ফকির জানান, পুর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের আসামীরা ২০১৫ সালের ১৫জুন রাত সোয়া দুইটার দিকে সিঁদ কেটে ঘরে প্রবেশ করে কুলসুম বেগম (৬০) কে জবাই করে হত্যা করে। ঘটনার পর নিহতের পুত্র ইস্রাফিল ফকির বাদী হয়ে ১৩ জনের নামোল্লেখ আরো ৬/৭ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা রুজু করেন। মামলাটি তদন্ত কর্মকর্তার অভিযোগপত্র প্রতিবেদন দাখিলের পর মামলাটি ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এ বিচারাধীন রয়েছে।

বাদীর দাবী জাহাঙ্গীর শেখ নামের একজন আসামী এরই মধ্যে বিদেশে চলে গেছে, আরো একাধিক আসামী বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। এছাড়া জামিনে থাকা আসামীরা হুমখী দিচ্ছে। আদালতের প্রতি আস্হা রেখেই বাদী দাবী করেন আসামীরা যাতে দেশ ত্যাগ করতে না পারে ও হুমকী থেকে রক্ষা পেতে দ্রুততম সময়ে বিচার সম্পন্ন করার।

 

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।