অালমগীর কবির,আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে তিন পদে মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, ভাইস-চেয়ারম্যান ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী রয়েছেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহিদুর হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান খান বেলায়েত হোসেন, বর্তমান ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, পাচুড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মিজানুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা শেখ তাহিদুর রহমান মুক্ত, যুবলীগ নেতা কাজী মনিরুল ইসলাম, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আহসানউদ্দৌলা রানা, ইতালি প্রবাসী শেখ আব্দুর রহমান জিকো ও এমডি আবুল খায়ের খান,।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন- খান আমিরুল ইসলাম, এমডি হুমাউন মোল্যা, তৌকির আহমেদ ডালিম,মমিনুর রহমান সবুজ, মো. ইয়াছিন মোল্যা ও কাজী শাহিদুল ইসলাম সজল, মিয়া মোরাদ।
মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন- বর্তমান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভিন,দাপালী রায়, মনোয়ারা সালাম, সাবেক জেলা পরিষদ সদস্য বিউটি বেগম, আছিয়া খানম মৌসুমি, বিউটি বেগম, রিনিয়া বেগম ও শারমিন আফরোজ সুমি ।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হোসনূল- অরা তীন সোফিয়াএসব তথ্য নিশ্চিত করেন। আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ আগামী ১২ মে ।
মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা হবে ১৩ থেকে ১৫ মে। আপিল নিষ্পত্তি করা হবে ১৬ থেকে ১৮ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ মে এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামী ২০ মে।