ইউটিউবে বাংলা অ্যানিমেশন ” করোনা কাল”
ইউটিউবে বাংলা অ্যানিমেশন ” করোনা কাল”
করোনাভাইরাস নিয়ে সচেতনতামূলক অ্যানিমেশন ওয়েব সিরিজ নির্মাণ করলেন পরিচালক আকতারুল আলম তিনু। করোনা ভাইরাস কীভাবে ছড়ায় এবং কীভাবে তা প্রতিরোধ করা যায়- এমন নানা তথ্য নিয়ে নির্মিত ওয়েব সিরিজটির নাম দেওয়া হয়েছে ‘করোনা কাল’।
সোমবার ১০ পর্বের ওয়েব সিরিজটির প্রথম পর্ব প্রকাশ পেয়েছে ইউটিউবে। বাকি পর্বগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে বলে জানান এর নির্মাতা।
নির্মাতা আকতারুল আলম তিনু জানান, আপাতত ‘করোনা কাল’র ১০ পর্ব প্রকাশের পরিকল্পনা রয়েছে তার। তবে পর্ব আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
মূলত করোনার এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষকে সচেতন করতে অ্যানিমেশনটি নির্মাণ করা। যেহেতু করোনার কারণে বাংলাদেশে অঘোষিত লকডাউন চলছে, তাই বাইরে শুটিং না করে ঘরে বসে মানুষকে সচেতন করার জন্য এমন ভাবনা বলে জানান তিনি।